আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৩৩

যশোরে দুটি চোরায় মোটর সাইকেল সহ চোর চক্রের ৩ জন আটক।

দুটি চোরায় মোটর সাইকেল সহ চোর চক্রের ৩ জন আটক।

যশোর শার্শা নাভারণ বাজারে তালেব প্লাজার সামনে থেকে গত ২৫ শে মার্চ সকাল ১১.৩০ ঘটিকার সময় মোঃ হাফিজুর রহমান এর ১টি এপাচি ১৫০ সিসি মোটরসাইকেল, যশোর-ল-১২-২০১৬ অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।মোটরসাইকেল চুরি সংক্রান্তে হাফিজুর রহমান শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

কেশবপুর ত্রিমোহনী ইউপির শ্বশানঘাট নামক স্থান থেকে মনিরুজ্জামান এর ১টি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল, যশোর-হ-২০-৬০২২ অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে মনিরুজ্জামান কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

যশোর জেলায় একাধিক মোটরসাইকেল চুরির বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া গেলে পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকারের দিক-নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম, এর নেতৃত্বে একটি চৌকশ টিম তদন্তে নেমে গোপন তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা একাধিক চুরি মামলার আসামী মোহাম্মদ আলী কে ১৩ এপ্রিল বিকাল ৬ ঘটিকার সময় যশোর খোলাডাঙ্গা এলাকা হতে ক্রমিক খ তে বর্নিত চোরাই ০১টি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেলসহ হাতে নাতে ধৃত করে তার স্বীকারোক্তি তথ্য মতে তাকে নিয়ে কেশবপুর থানাধীন মঙ্গলকোট ও টিটা বাজিতপুর গ্রামে অভিযান পরিচালনা করে চোর চক্রের আরো ২ সদস্যকে গ্রেফতার করে উপরোল্লিখিত হাফিজুরের চোরাই এপাচি মোটরসাইকেলটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীগন পরস্পর যোগসাজসে যশোর ও আশপাশ জেলায় মোটরসাইকেল চুরি করে বিভিন্ন ব্যক্তির নিকট ক্রয়/বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১৬টির বেশী চুরি, মাদক মামলা রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত