আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪৭

যশোরে দেবরের নামে ভাবির মামলা

যশোরে খুন করার উদ্দেশ্যে আঘাত করে গুরুত্বর জখম ও শ্লীলতাহানিসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

সদর উপজেলার নওদা গ্রামের আবুল খায়েরের মেয়ে মোছা. নবীরন নেছা বাদি হয়ে শনিবার (৫ ডিসেম্বর) মামলা করেন। মামলায় আপন দেবরকে আসামি করা হয়। আসামি আবুল হোসেন (৪৫) একই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

মামলায় বাদি উল্লেখ করেন, আসামি আবুল হোসেন বখাটে, চরিত্রহীন, নারী নির্যাতনকারি। আসামি বাদির আপন দেবর। বাদির স্বামী সাতমাইল বারিনগর বাজারে মুদি ব্যবসা করে। স্বামীর অনুপস্থিতিতে আসামি আবুল প্রায় বাদি নবীরণ নেছাকে উত্যক্ত করে। অশালীন অঙ্গ ভঙ্গি করে। বাদি নবীরন নেছাকে কু-প্রস্তাব দেয়। শ্লীলতাহানির চেষ্টা করে। গত ১৭ নভেম্বর গোসল করার উদ্দেশ্যে পানির মটর চালাতে গেলে বাধা দেয়। এবিষয় নিয়ে নবীরন নেছার সাথে আবুলের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে লোহার রড দিয়ে আবুল, নবীরন নেছার মাথায় আঘাত করে। নবীরন ডান হাত দিয়ে ঠেকালে হাত ভেঙে যায়। নবীরণ মাটিতে পড়ে গেলে আবুল পা দিয়ে এলোপাতাড়ি লাথি মেরে গুরুত্বর জখম করে। বাদি নবীরনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামি আবুল এ বিষয় নিয়ে থানা পুলিশ করলে হত্যা করে লাশ গুম করে দেবো বলে হুমকি দিয়ে চলে যায়।

আরো সংবাদ