আজ - রবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৪৫

যশোরে পিস্তল ও গুলিসহ আটক দুই

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার খলসী বাজার থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। আটককৃতরা হলো, বেনাপোলপোর্ট থানা এলাকার রাজগঞ্জ গ্রামের কানাই সরকারের ছেলে শংকর কুমার সরকার (২৭) ও পুটখালী গ্রামের সাজ্জাদ আলীর ছেলে আজিম শেখ ওরফে পচা (১৯)।

প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে পোর্ট থানার খলসী বাজারের রিপন মিয়ার চায়ের দোকান থেকে তাদের অস্ত্র-গুলিসহ আটক করে। তারা সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তারা সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছে। আটককৃতদের মধ্যে শংকর কুমার সরকারের বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত