আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৫২

যশোরে প্রকাশ্যে মটর সাইকেল চুরি।

যশোর শহরের খালধার রোড এলাকা থেকে দিনে দুপুরে একটি মোটরসাইকেল চুরি করে সটকে পরেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে।

এঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি সুজন হোসেন।

সুজন অভিযোগে উল্লেখ করেছেন, তিনি খালধার রোড পন্ডিত পুকুর পাড়ের রেজাউল করীমের বাড়িতে ভাড়া থাকেন। বুধবার বিকেলে বাড়ির সামনে তার ব্যবহৃত লালকালো ১৫০ সিসি ডাবল ডিক্সের পালসার মোটরসাইকেলটি (যার রেজিস্ট্রেশন নাম্বার-যশোর ল-১৪০০২৯) রেখে ঘরের ভেতরে যান। সন্ধায় বাইরে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে সিসি ফুটেজে দেখতে পান একজন ব্যক্তি এসে কৌশলে তার মোটরসাইকেলটির তালা খুলে নিয়ে চলে যায়। বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে তিনি ডিবি পুলিশের এলআইসি টিমের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ