আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪০

যশোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত।

যশোর মুসলিম একাডেমির ইসরাত জাহান লামিয়া (১৩) নামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে।  এ ঘটনায় লামিয়ার বাবা শেখ আনিছুর রহমান রোববার সন্ধায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শেখ আনিছুর রহমান জানান, তার মেয়ে স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্যক্ত করতো ষষ্ঠীতলা পাখিপট্টির জয়নালের ছেলে রাজ। ঘটনার দিনও লামিয়া স্কুলের দক্ষিণ গেট দিয়ে বের হওয়ার পর পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাজ ছুরি হাতে তার উপর হামলে পড়ে। আত্মরক্ষার চেষ্টা করলে ছুরির আঘাতে লামিয়ার দুই হাত গুরুতর জখম হয়। খবর পেয়ে লামিয়ার বাবা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->