আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:৩৯

যশোরে বন্ধ হচ্ছেনা দোকানপাট, মেয়রের সিদ্ধান্ত বাতিল : জেলা প্রশাসক।

স্টাফ রিপোর্টার।। জনমনে মিশ্র প্রতিক্রিয়ার কারণে যশোর পৌর এলাকার দোকানপাট এক সপ্তাহ বন্ধের সিদ্ধান্ত আজ রবিবার বিকেলে যশোর জেলা প্রশাসনের সভা থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসাথে ফেসবুকে ‘যশোর লকডাউন’ বলে যে গুজব ছড়িয়েছে তা ভিত্তিহীন উল্লেখ করে জনগণকে প্রশাসনের উপর আস্থা রাখতে আহবান জানানো হয়েছে।

রবিবার দুপুর ২টার দিকে যশোর পৌর কর্তৃপক্ষ পৌর শহরের বড় বাজারের ব্যবসায়ী ও সমিতির নেতাদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে ব্যবসায়ীদের সম্মতিক্রমে আগামীকাল ২৩ মার্চ থেকে এক সপ্তাহ মুদি, হোটেল রেস্টুরেন্ট এবং ওষুধের দোকান বাদে যশোর পৌর এলাকার সকল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং দুপুর ১টা পর্যন্ত কাচা বাজার খোলার রাখার সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে সভার সিদ্ধান্ত স্যোশাল মিডিয়ায় যশোরে ‘লকডাউন’ বলে ছড়িয়ে পড়ে। এবং তা ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যে জনমনে মিশ্র প্রতিক্রিয়া হওয়ায় জেলা প্রশাসক বিকেল ৪টায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পৌরমেয়র, পুলিশ সুপার ও সাংবাদিকদের নিয়ে জরুরি সভা আহবান করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত