আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১২

যশোরে বারান্দিপাড়া ও ঘুরুলিয়ায় দুটি হত্যাকান্ডের ঘটনা।

যশোরে পৃথক ঘটনায় দু’যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার রাতে যশোর শহরের বারান্দীপাড়া এবং সদর উপজেলার ঘুরুলিয়ায় এ ঘটনা দুটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মোটর পার্টস ব্যবসায়ী নাহিদ হাসান রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর শেখহাটি নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তিনি শহরের বারান্দীপাড়া নাথপাড়া এলাকায় পৌঁছুলে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  1. অপরদিকে যশোর শহরতলীর ঘুরুলিয়া এলাকার বাসিন্দা ইউনুসের সাথে ছোট ভাই ইউসুফের পারিবারিক বিরোধ বাঁধে। একপর্যায়ে রাত ৯ টার দিকে ছোট ভাই ইউসুফ বড় ভায়ের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বলেন, ইউনুসকে মুমূর্ষ অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত