আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৫৭

যশোরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

বিনম্র শ্রদ্ধা, পরম মমতা ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণ করছে যশোরসহ সারাদেশ। ফুলে ফুলে ছেঁয়ে গেছে শহিদ মিনার। দিবসটি উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আর একুশের ভোরেও যশোরের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

কেন্দ্রীয় শহিদ মিনারে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, যশোর সিভিল সার্জন, যশোর পৌরসভা, জাতীয় পার্টি, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত