আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১৮

যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবী,ডিবি’র অভিযানে চক্রের ০২ সদস্য গ্রেফতার

যশোর প্রতিনিধি ।। যশোরের চৌগাছা উপজেলায় কীটনাশক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া চক্রের ০২ সদস্য গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ। একই সময় তারা অপহৃত কীটনাশক ব্যবসায়ীসহ, ০৬টি খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ১টি স্বর্ণের আংটি ও মটরসাইকেল জব্দ করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো যশোর কোতয়ালী থানার জগমানপুর গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ হাসানুর রহমান রহমীর (২৮) এবং একই উপজেলার নিউ মার্কেট ই-ব্লকের এলাকার শেখ শুকুর মাহমুদের ছেলে ইমরান হাসান ইমু (২৪)।

জানা যায়, গত ২৭ জুন বিকেলে চৌগাছা বাজারের হাফিজুর রহমান কাজির ছেলে কীটনাশক ব্যবসায়ী দিপু কাজি (২৮) ব্যবসার মালামাল ক্রয়ের কথা বলে তার ব্যবহৃত ১৫০ সিসি পালসার মটরসাইকেল নিয়ে চৌগাছা সলোয়া বাজারে যায়। পর দিন ২৮ জুন সকালে দিপু কাজির ছোট ভাই মিঠু কাজির মোবাইলে অজ্ঞাতনামা লোক ফোন করে। এসময় মুক্তিপণ বাবদ ২ লক্ষ টাকা দাবী করে ঐ ব্যবসায়ীকে অপহরণ পূর্বক আটকে রেখেছে বলে জানালে ভিকটিমের পরিবার বিষয়টি চৌগাছা থানা পুলিশকে অবহিত করেন। পরে ঐদিন দুপুরে ভিকটিমের ভাই যশোর জেলা গোয়েন্দা শাখায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেন। অপহরণকারীদের কথামত মুক্তিপণের টাকা দিতে রাজি হলে অপরহরণকারীরা যশোর নিউ মার্কেট এলাকায় যেতে বলে। এসময় ডিবির ওসি সোমেন দাশ বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদারকে অবহিত করে পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকারের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, এসআই শামীম হোসেনসহ সঙ্গীয় অফিসার ফোর্স বাদীর পিছু নিয়ে ২৮ জুন বিকাল ০৩ টা ৪৫মিনিটে অপহরণকারীর ১ সদস্য মটরসাইকেল যোগে বাদীর কাছে মুক্তিপণের টাকা নিতে আসলে তার মোবাইলে ভিকটিমকে অপহরণের ছবি দেখিয়ে নিশ্চিত করে মুক্তিপণের টাকা গ্রহণের পর তাকে হাতে নাতে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।

May be an image of text that says 'মোটর মোবাইল সাইকেল টাকা স্বর্ণের আংটি স্ট্যাম্প'

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ ব্যবসায়ীকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেফতারের উদ্দেশ্যে তারা কোতয়ালী থানাধীন বড় শেখহাটি বিশ্বাসপাড়া এলাকার মৃত আঃ কুদ্দুছ এর ছেলে জুয়েলের টিনসেট বিল্ডিং এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে পৌছানোর আগেই সংবাদ পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে চাকু/চাপাতির ভয় দেখিয়ে জুয়েলের বাড়ী থেকে মটরসাইকেল যোগে অন্যত্র পালিয়ে যায়।

ডিবি পুলিশ অপহরণকারীদের অনুসরণ করে বাহাদুরপুর পাঁকা রাস্তার উপরে পৌঁছে আরও ১ জন অপহরণকারী চক্রের সদস্যসহ অপহৃত দিপু কাজিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। অসুস্থ ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

ব্যবসায়ী দিপু কাজি জানান, আসামী হাসানুর রহমান রহমীর তাকে ব্যবসার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে শেখহাটি বিশ্বাসপাড়া জুয়েলের বসতবাড়ীতে ২৭ জুন রাত ২ টা থেকে ২৮ জুন ৪ টা ৫ মিনিট পর্যন্ত আটকে রেখে দেশীয় অস্ত্র চাকু, চাপাতি দ্বারা খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে এবং কিলঘুষি লাঠির আঘাতে মাথা, বাম কানে, বাম হাটুতে নীলাফুলা জখম করে। তিনি বলেন, আসামীরা তাকে উলঙ্গ ছবি তুলে তার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা, ১টি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয় এবং ১০০ টাকা মূল্যমানের ০৬টি খালি ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর/টিপ সই করিয়ে নিয়ে মোবাইল করে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এই ঘটনা সংক্রান্তে ভিকটিমের ভাই মিঠু কাজি বাদী হয়ে কোতয়ালী মডেল থানার একাট মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত