আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:১৯

যশোরে ভাইরাল নারী নির্যাতন মামলার মিমাংসার আশায় দফায় দফায় বৈঠকের চেষ্টা!

সংবাদদাতা।। যশোরের আব্দুলপুরের ভাইরাল হওয়া নারী নির্যাতন মামলাটি মিমাংসা করতে বাদী পক্ষকে হুমকি-ধামকি দিচ্ছে আসামী ইউপি সদস্য আনিচুর রহমান।
বাদী পক্ষের দাবী, কিছু নিকট-আত্মীয়-পরিজনকে মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমে কিনে নিয়েছে আনিচুর রহমানের লোকেরা। এখন তারা মামলা উঠিয়ে নিতে সম্মিলিতভাবে বাদী সাহেব আলীকে নানা রকম ভয়-ভীতি দেখাচ্ছে। তাছাড়া আসামিদের পরিবারের মহিলা সদস্যরা প্রতি-নিয়ত নানা রকম অকথ্য ভাষায় গালি-গালাজ ও ভাংচুর করছে।
স্থানীয় সূত্রে জানা যায়,  ভীতিকর অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে মামলার-বাদী পরিবারের সকল সদস্যসহ নিজেদের গরু,ছাগল,হাঁস,মুরগি নিয়ে একই গ্রামে মামা বাড়িতে আশ্রয় নিয়েছে।
সূত্র জানায়, গত ২২ মার্চ রাতে যশোর শহরে বাদীপক্ষের আত্মীয় কালাম,কামাল,ইসলাম ও মান্নান কে নিয়ে সকল আসামী ও তাদের পক্ষের আজিজুল,শাহ-আলম,কুতুব ডাক্তার,নাছের আলী ও আকালে উপস্থিত থেকে বিষয়টি আপোশ মিমাংসার চেষ্টা করে।
মেয়েটির পরিবারের ধারণা,  আসামী পক্ষের ছোট ভাই আলা উদ্দীন পুলিশের এ এস আই এবং বর্তমানে তিনি সাতক্ষীরা কলারোয়া থানায় কর্মরত আছেন। শাহ-আলম যশোর জেলা ও দায়রাজজ্ আদালতের একজন পেশকার হিসাবে কর্মরত রয়েছেন। আর এই দুই/তিন জনের যোগাযোগ ও পরামর্শে আসামীরা গ্রেফতারের আট ঘন্টার মধ্যে  জামিনে মুক্তি পেয়েছে। তারা বলছেন, এ বিষয়টি মিমাংশা করতে কথিত কয়েকজন সাংবাদিক টাকার বিনিময়ে নানা পায়তারা করছে।
এর আগে যশোরে প্রকাশ্যে নারী নির্যাতন ও যুবককে বেধড়ক মারধরের ঘটনায় সদর উপজেলার চুড়মনকাঠি ইউনিয়নের অভিযুক্ত ইউপি সদস্য আনিচুর রহমান সহ ০৪ জন সহোযোগিকে আটক করে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত