আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪১

যশোরে ভাইরাল নারী নির্যাতন মামলার মিমাংসার আশায় দফায় দফায় বৈঠকের চেষ্টা!

সংবাদদাতা।। যশোরের আব্দুলপুরের ভাইরাল হওয়া নারী নির্যাতন মামলাটি মিমাংসা করতে বাদী পক্ষকে হুমকি-ধামকি দিচ্ছে আসামী ইউপি সদস্য আনিচুর রহমান।
বাদী পক্ষের দাবী, কিছু নিকট-আত্মীয়-পরিজনকে মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমে কিনে নিয়েছে আনিচুর রহমানের লোকেরা। এখন তারা মামলা উঠিয়ে নিতে সম্মিলিতভাবে বাদী সাহেব আলীকে নানা রকম ভয়-ভীতি দেখাচ্ছে। তাছাড়া আসামিদের পরিবারের মহিলা সদস্যরা প্রতি-নিয়ত নানা রকম অকথ্য ভাষায় গালি-গালাজ ও ভাংচুর করছে।
স্থানীয় সূত্রে জানা যায়,  ভীতিকর অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে মামলার-বাদী পরিবারের সকল সদস্যসহ নিজেদের গরু,ছাগল,হাঁস,মুরগি নিয়ে একই গ্রামে মামা বাড়িতে আশ্রয় নিয়েছে।
সূত্র জানায়, গত ২২ মার্চ রাতে যশোর শহরে বাদীপক্ষের আত্মীয় কালাম,কামাল,ইসলাম ও মান্নান কে নিয়ে সকল আসামী ও তাদের পক্ষের আজিজুল,শাহ-আলম,কুতুব ডাক্তার,নাছের আলী ও আকালে উপস্থিত থেকে বিষয়টি আপোশ মিমাংসার চেষ্টা করে।
মেয়েটির পরিবারের ধারণা,  আসামী পক্ষের ছোট ভাই আলা উদ্দীন পুলিশের এ এস আই এবং বর্তমানে তিনি সাতক্ষীরা কলারোয়া থানায় কর্মরত আছেন। শাহ-আলম যশোর জেলা ও দায়রাজজ্ আদালতের একজন পেশকার হিসাবে কর্মরত রয়েছেন। আর এই দুই/তিন জনের যোগাযোগ ও পরামর্শে আসামীরা গ্রেফতারের আট ঘন্টার মধ্যে  জামিনে মুক্তি পেয়েছে। তারা বলছেন, এ বিষয়টি মিমাংশা করতে কথিত কয়েকজন সাংবাদিক টাকার বিনিময়ে নানা পায়তারা করছে।
এর আগে যশোরে প্রকাশ্যে নারী নির্যাতন ও যুবককে বেধড়ক মারধরের ঘটনায় সদর উপজেলার চুড়মনকাঠি ইউনিয়নের অভিযুক্ত ইউপি সদস্য আনিচুর রহমান সহ ০৪ জন সহোযোগিকে আটক করে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

আরো সংবাদ