আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৪

যশোরে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামের এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উলাশী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী মিষ্টির বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামে।

উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল জানান, একটি মাইক্রোবাস থেকে বাজারে নামেন সুরাইয়া আক্তার মিষ্টি। তারপর সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্টমেন্টাল স্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ কয়েকটি দোকানে ঢুকে তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন।

ম্যাজিস্ট্রেট পরিচয়ে মিষ্টি দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং তাঁদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেন। একপর্যায়ে তাঁর আচরণ ও কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে এক দোকান মালিক বিষয়টি শার্শা থানায় জানান।

তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া সুরাইয়া আক্তার মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় মিষ্টির কাছ থেকে একটি ডায়েরি ও নোট বুক এবং এনজিওর একটি পরিচয়পত্র জব্দ করা হয়। এরপর প্রতারণার দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মিষ্টি যশোরের নাভারণে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভ্যর্থনা বিভাগে চাকরি করতেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার মিষ্টিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আরো সংবাদ