আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪০

যশোরে মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম আহম্মেদ: ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ এ স্লোগানে মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে যশোর জেলা মহিলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা বানুর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে স্বীকৃত মানবতার মা একমাত্র বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। তিনিই প্রথম নারীদের সম অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যশোর জেলা আওয়ামীলীগের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। তিনি বলেন, যশোর জেলা আওয়ামীলীগের অক্সিজেন শাহীন চাকলাদার।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, সদস্য বানু আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক রোজি ইসলাম, রোকেয়া পারভিন ডলি, সাবেক যশোর জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও যশোর সদর উপজেলা যুব মহিলালীগের যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ সাদিয়া মৌরিন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন । ১৯৬৯ সালের ২৭শে ফেব্রুয়ারী  এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠা কালীন সভাপতি ছিলেন  বদরুন্নেছা আহম্মেদ ( সাবেক মন্ত্রী ) এবং সাধারণ সম্পাদক  ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী ( সংসদ উপনেতা )

বর্তমানে মহিলা আওয়ামী লীগে রয়েছে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৮ জন সাংগঠনিক সম্পাদক, ২৩ জন সম্পাদক এবং ৮৯ জন সদস্য রয়েছেন।

আরো সংবাদ