আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:১২

যশোরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আটক আমিনুর রহমান বাবু মৃত মাজেদ সরদারের ছেলে। এরআগে আমিনুরের আপন বোনই কোতোয়ালি থানায় ভাইজিকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ।

মামলা সূত্রে জানা যায়, আমিনুরের সাথে প্রথম স্ত্রীর দাম্পত্য কলহের কারণে সম্পর্ক ছিন্ন হয়। এরপর থেকে কিশোর মেয়েটি  তার বাবার কাছেেই থাকে। এরমাঝে আমিনুর চুয়াডাঙ্গার পলি বেগমকে দ্বিতীয় বিয়ে করে। গত  ৯ ফেব্রুয়ারি রাতে মেয়েটি ঘুমিয়ে ছিলেন। এমন সময়  আমিনুর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে। এসময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আমিনুর ও পলি বাড়ি থেকে পালিয়ে যায়। ওই রাতেই আমিনুরের বোন আমেনা বেগম নিজে বাদী হয়ে মামলা করেন। আদালতে মেয়ে  বাবার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে জবানবন্দিও দেন। মামলার তদন্ত কর্মকর্তা আমিনুরের অবস্থান নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালিয়ে আমিনুরকে আটক করে। মামলায় ধর্ষণের সহযোগি হিসেবে ২য় স্ত্রী পলিকেও আসামি করা হয়। তিনি এখনও পলাতক রয়েছেন।

শুক্রবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মহিউদ্দিন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে আমিনুরের ২য় স্ত্রীর বাবার বাড়ি থেকে তাকে আটক করে। শনিবার তাকে যশোরের আদালতে সোপর্দ করেন ।

 

খানজাহান আলী / শ / যশোর

 

আরো সংবাদ