আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:২১

যশোরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত।

যশোরে আব্দুল মান্নান (৬৫) নামে এক ভ্যান চালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদরের চাঁচড়া মধ্যপাড়া মসজিদের পাশে পাকা রাস্তায় এঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।

নিহতের স্বজন আবুল হাসান জানান, আব্দুল মান্নান সকালে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে নিজ শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাড়ি থেকে কয়েকগজ দুরে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাতনামা মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিরুল আলম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত