আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:২৫

যশোরে সড়কে প্রান গেলো ১ পুলিশ সদস্যের।

যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ফজলুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটরা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আর দু’জন। তারা হলেন, ঝিনাইদহ জেলার কোটচাদপুরের আল-মামুন (৩২) ও রিয়াল হোসেন (৩০)। তারা দুই জন যশোরের একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন।

সূত্র জানায়, শনিবার ভোর ৬টার দিকে কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মামুন ও রিয়াল মোটরসাইকেলযোগে যশোরের দিকে আসছিলেন। ছাতিয়ানতলা পৌঁছালে তাদের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->