আজ - বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:২৯

যশোরে সাঁতার শিখতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

যশোরে ভৈরব নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে সায়েম হুসাইন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সদরের পালবাড়ি নওদা গ্রামের বিশ্বাস বাড়ি মোড় এলাকার ভৈরব নদে এ ঘটনা ঘটে। সায়েম যশোর ক্যান্টনমেন্ট হাই স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী। তার বাবা সেনা সদস্য মজিরুদ্দীন যশোর সেনানিবাসে কর্মরত।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ফুটবল খেলা শেষ করে বন্ধুরা মিলে সাঁতার শিখতে ভৈরব নদে নামে রুহান ও সায়েম। একপর্যায়ে দুজনই নদীর গভীরে চলে যায়। রুহান কুলে ফিরতে পারলেও নদীতে তলিয়ে যায় সায়েম।
এ সময় স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা খুলনায় ডুবুরীকে ফোন দেয়। তবে ডুবুরী আসতে দেরি হওয়ায় স্থানীয় জনগণ উদ্ধার অভিযানে নামে।
পরে স্থানীয়রা সায়েমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহান জানান, হাসপাতালে নেওয়ার কমপক্ষে দুই ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ তাসমিম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত