আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৩২

যশোরে সাংবাদিক মিটু’র আকস্মিক মৃত্যু!

নাঈম সাব্বির: সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সদস্য, দৈনিক সমাজের কাগজের ফটো সাংবাদিক রবিউল ইসলাম মিটু (৪৫) হ্নদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেল চারটার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। সেখানে হ্নদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে তার মৃত্যু হয়।তিনি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড বাইলেনের বাসিন্দা ও মৃত ইব্রাহিম মোল্লার ছেলে।দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার সৈয়দ শাহ মোস্তফা হাসমী সাজু জানান, মর্গ থেকে মৃতদেহের ছবি নিয়ে মিঠু সহকর্মীদের সঙ্গে হাঁটতে হাঁটতে হাসপাতালের তত্ত্বাবধায়কের বাসভবনের সামনে গিয়েছিলেন। সেখানে তিনি অন্য একটি রিপোর্টের জন্য তথ্য সংগ্রহ করছিলেন। এসময় হঠাৎ পড়ে যান তিনি। সহকর্মীসহ উপস্থিত লোকেরা হাসপাতালে ভর্তি করে৷ এর কিছুক্ষন পর হাসপাতালের করনারী বিভাগে দায়িত্বরত ডাক্তার রাশেদ রেজা তাকে মৃৃত ঘোষনা করেন৷মৃত্যুকালে দুই সন্তান, মা, তিন ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সংগঠনের সভাপতি নূর ইসলাম, সহ সভাপতি শহিদ জয়, সাধারন সম্পাদক এম. আইউব, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ মোঃ আকরামুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও নির্বাহী সদস্য অনুব্রত সাহা মিঠুন। নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো সংবাদ