আজ - বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৫

যশোরে সেনাবাহিনীর গাড়িতে হামলা আটক-২

যশোরে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় আরও দুই আসামি আটক হয়েছে । গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচড়া চেকপোস্ট মোড় এলাকা থেকে তাদের আটক করেন সেনা সদস্যরা।

আটককৃতরা হলো, শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার মৃত কফিল আহম্মেদের ছেলে শফিয়ার রহমান (৫৩) ও সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার মৃত আব্দুল লতিফ ড্রাইভারের ছেলে আসাদুজ্জামান বাবু (৩৪)।
পুলিশ জানায়, আটক আসামিদ্বয়কে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চাঁচড়া চেকপোস্টে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় গত শুক্রবার বিকেলে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়ারেন্ট অফিসার মো. বোরহান উদ্দিন।

আরো সংবাদ