আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৫৬

যশোরে স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

যশোর ব্যাটালিয়ন (৪৯) বিজিবি’র একটি টহলদল বুধবার ১২ জানুয়ারি একটি মোটর সাইকেল বহনকারী ইসমাইল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে।

সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত নামাজগ্রামের মৃত আব্দুল জব্বর মিয়ার ছেলে। ৪৯ বিজিবি’র একটি টহলদল ১২ জানুয়ারি দুপুরে শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের পাকা রাস্তার ওপর থেকে একটি মোটর সাইকেলসহ তাকে গ্রেফতার করে।

পরে তার পরনের প্যান্টের পকেটের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ কেজি ১শ’ ৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৮১লাখ ৫৫ হাজার টাকা।পরে ইসমাইল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত