আজ - বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:১১

যশোরে সড়ক দুর্ঘ-টনায় বাপ ছেলে সহ ৫ জন নি*হ*ত

আজ সকালে এক_মর্মান্তিক_সড়ক_দূর্ঘটনা
সকালে নাস্তা খেতে এসে প্রান গেলো ৫ জনের আহত কয়েকজন!!
(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

★যশোর-সাতক্ষীরা ভায়া চুকনগর মহাসড়কের বেগারীতল বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে. শুক্রবার সকাল আনুমানিক ৭ঃ০০ ঘটি কার সময় বেগারীতলা বাজারের প্রবীন হোটেল ব্যবসায়ী মৃতঃ আমির হোসেন খাঁ এর ছেলে মোঃ আবু তালেবের হোটেলে নাস্তা করছিলো ৩ জন এবং হোটেল সম্মুখে দাড়িয়ে ছিলো ২ জন. এদের ৪ জনের বাড়ি টুনিয়াঘরা-বেগারীতলা ও ১ জনের বাড়ি জয়পুর গ্রামে. যশোরের দিক থেকে আসা ১১০৯ মডেলের একটি কাভারভ্যান(কন্টেইনার) গাড়ি প্রচন্ড দ্রুত গাতিতে এসে হোটেলের ভিতরে আঘাত করলে ঘটনা স্থলেই ৫ জনের মৃত্যু হয়. স্থানীয় মানুষ মনিরামপুর ফায়ার সার্ভিসে খবর দেয়. খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে. এলাকায় চলছে শোকের ছায়া.
আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

আরো সংবাদ