আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:১৭

যশোরে ১০০ বোতল অ্যালকোহল সহ আটক-৩

যশোরে ১শ’ বোতল অ্যালকোহলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের বেজপাড়া বিকে রোডস্থ সিয়াম হোমিও হল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সদরের সীতারামপুর গ্রামের মধ্যপাড়ার মোশারফ হোসেনের ছেলে আমিনুল ইসলাম, বদিয়ার রহমানের ছেলে লিমন হোসেন ও কাজীপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আনসার আলী গাজীর ছেলে শহরের বেজপাড়া বিকে রোডের আলী মামুনের বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, সোমবার সন্ধ্যায় এসআই রাজেশ কুমার দাশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেজপাড়া বিকে রোডস্থ সিয়াম হোমিও হলে অভিযান চালান। এ সময় সেখান থেকে ওই ৩ জনকে আটক ও দুইজনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল অ্যালকোহল

উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে এসআই রাজেশ কুমার দাস কোতয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরো সংবাদ