আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:২৫

যশোরে ৩ ইজিবাইক চোর চোরাই ইজিবাইক সহ জনতার হাতে আটক।

যশোর থেকে চুরি হওয়া একটি ইজিবাইক নড়াইল থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সাথে ইজিবাইক চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার বাউনখালি গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (২৪), নড়াইল শহরের সাজিয়ারা ঢাল এলাকার হাসান মোল্লার ছেলে শাহিন মোল্লা (২৫) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার টিংখালী গ্রামের জাফর হোসেনের ছেলে মারুফ হোসেন।

যশোর কোতোয়ালি থানার এসআই আশরাফুল আলম জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার মটবাড়ি গ্রামের আকরাম শেখের ছেলে ইজিবাইক চালক শফিকুল শেখ গত শনিবার বেলা বারোটার দিকে নড়াইল থেকে একজন রোগী ও যাত্রী নিয়ে যশোর শহরের মাইক পট্টি এলাকার একটি ক্লিনিকে আসেন। ইজিবাইকটি রেখে তিনি ক্লিনিকের দোতলায় যান। পরে এসে দেখেন ইজিবাইকটি নেই। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। সন্ধ্যার দিকে তিনি নড়াইল বাসস্ট্যান্ডের কাছে তার চুরি যাওয়া ইজিবাইকটি দেখতে পান। সাথে সাথে তিনি স্থানীয় লোকজন এবং পুলিশকে খবর দেন। স্থানীয় লোকজন ওই তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রোববার কোতোয়ালি থানা পুলিশ ওই তিন আসামিকে হেফাজতে নেন। রোববার সন্ধ্যায় আটক তিনজনকে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->