স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা শেষে আজ রোববার ৫৬টি নমুনাকে পজেটিভ বলে ঘোষণা করা হয়েছে।
শনিবার এই ল্যাবে তিন জেলার মোট ১৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ১৩৬টি নেগেটিভ ফল দেয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শনিবার তাদের ল্যাবে যশোর জেলার ৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টিকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়।
এছাড়া এদিন মাগুরার ২২টি নমুনা পরীক্ষা করে নয়টি এবং সাতক্ষীরার ৭৫টি নমুনা পরীক্ষা করে ১৬টি পজেটিভ ফল দেয়।
ড. শিরিন বলেন, পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে স্বাস্থ্য বিভাগ নতুন আক্রান্ত ব্যক্তিদের তালিকা দেবে স্থানীয় প্রশাসনকে। তারা সংশ্লিষ্ট বাড়ি লকডাউনসহ অন্যান্য পদক্ষেপ নেবে।