আজ - বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:২৬

যশোরের ধর্মতলায় যুবককে ছুরিকাঘাত

যশোরের ধর্মতলায় মোটরসাইকেল আস্তে চালাতে বলায় রাব্বি হাসান রকি (৩৩) নামে এক যুবককের ছুরিকাঘাত করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। রকি পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি আরবপুর ইউনিয়নের খোলাডাঙা মধ্যেপাড়া গ্রামের মকবুল রহমান রবিনের ছেলে।

রকি জানায়, শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় ফেরার পথে ধর্মতলা রেল লাইনের নিকট চার রাস্তার সংযোগস্থলে এক যুবক দ্রুত বাইক চালিয়ে যাচ্ছিলো। এ সময় রকি বাইক আস্তে চালাতে বললে ওই যুবক মোটরসাইকেল ঘুরিয়ে আরও ১৫/২০ জন অজ্ঞাত যুবককে মোটরসাইকেল যোগো সঙ্গে নিয়ে এসে রকিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রকিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত