আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:১১

যশোরের প্যান্টের ভিতরে ১০টি সোনার বার – আটক পাচারকারী

 

শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের চাঁচড়া পুলিশ চেকপোস্টের সামনে বেনাপোলগামী যাত্রী বাসে অভিযান চালিয়ে ১কেজি১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার সহ মো. সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৭ মে) সকাল ৯টায় বেনাপোল আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে চাঁচড়া পুলিশ চেকপোস্টের সামনে বেনাপোলগামী বাসে বসে থাকা এক যাত্রীর দেহ তল্লাশী করে প্যান্টের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়। আটক সোনা পাচারকারী সুমন বেনাপোল সাদিপুর গ্রামের আঃ জব্বার মিয়ার ছেলে। উদ্ধার সোনার সিজার মূল্য সাতষট্টি লক্ষ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্ণেল সেলিম রেজা উদ্ধার সোনার বার সহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন,আটককৃত সোনার বার এবং আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত