আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১০:২০

যশোরের বাগআচঁড়ায় পঞ্চাশ বোতল ফেনসিডিল সহ মোটরসাইকেল উদ্ধার।

যশোরের শার্শা থানাধীন বাগআচঁড়া তদন্তকেন্দ্র পুলিশ কর্তৃক ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৪ আগষ্ট) বাগআচঁড়ায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সকাল সাতটার দিকে শার্শা থানাধীন রাড়ীপুকুর সাকিনস্থ রাড়ীপুকুর টু মহিষাগামী রোডের মোঃ আবু বক্কার সিদ্দিকের বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর একটি মোটরসাইকেল সংকেত দিয়ে থামাতে গেলে মোটরসাইকেল আরোহী দুজন মোটরসাইকেল ফেলে দৌঁড়াইয়া পালাইয়া যায়। পালাতক দুইজনই রাড়ীপুকুর এলাকার মনিরুল ইসলাম ওরফে গনি (৩২) ও মনিরুজ্জামান ওরফে মনি (৩৫)।

এসময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া মোটরসাইকেলে ঝুলন্ত ব্যাগে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বাগআচঁড়া তদন্ত কর্মকর্তা এএসআই মোঃ আকবর হোসেন জানান, আসামীরা দীর্ঘদিন যাবত চোরাচালানীর মাধ্যমে যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ ব্যবসা করে আসছিল।

এ সংক্রান্ত দুইজন পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ