যশোরের রূপদিয়ায় ১৪টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা দাবি করেন, এ ঘটনায় প্রকৃত অভিযুক্ত খবির খানের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।
জেলা আমির গোলাম রসুল জানান, ঘটনাটি পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ। একটি মহল রাজনৈতিকভাবে জামায়াতকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা প্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।