আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৬

যশোরের শার্শায় ঈদ জামায়াতে কমিটি গঠন কেন্দ্রে সংঘর্ষ : আহত-৪

শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে মসজিদ কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে দুই ইউপি সদস্যের (সাবেক ও বর্তমান) গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১০ জুলাই) ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, উপজেলার জিরেনগাছা গ্রামের সাবেক মেম্বর হাসান আলী (৩৬), একই গ্রামের নূর ইসলামের ছেলে রহমত উল্লাহ (৬২), নজরুল ইসলামের দুই ছেলে নাসির উদ্দিন (৩৭) ও আবদুল ওয়াদুদ (৪৫)।

 

সরেজমিন পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানান, রোববার (ঈদের দিন) সকালে পবিত্র ঈদুল আজহার নামাজের জামায়াতের পর স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বর আলাউদ্দিন আলা ঈদগাহ মাঠে সংশ্লিষ্ট মসজিদ ও এতিমখানার পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন সংক্রান্ত বক্তব্য প্রদানকালে স্থানীয় সাবেক মেম্বর হাসান আলীর সমর্থকগন তার বক্তব্য প্রদানে বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে ঈদগাহে আগত মুসল্লীগন দ্রুত ঈদগাহ মাঠ ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে দুই গ্রুপের লোকজন ঈদগাহ এর পাশে জিরেনগাছা-নাভারন রোডে লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। উক্ত ঘটনায় উভয় গ্রুপের চারজন আহত হয়।

 

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান মুঠোফোনে জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনায় উভয় গ্রুপের চারজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত