আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৪৫

যশোরের শীর্ষ সন্ত্রাসী আরবপুরের কালা জনি অস্ত্র সহ গ্রেফতার

যশোরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে অস্ত্রগুলিসহ আটক করা হয়েছে। রোববার রাত ১১ টার দিকে কোতয়ালী মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জনির বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।

জেলা ডিবি পুলিশেরর ওসি রুপন কুমার সরকার জানান, এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে পুলিশ রোববার রাতে কোতয়ালী মডেল থানার খোলাডাঙ্গা হতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে গ্রেফতার করে। পরে কালা জনির তথ্য মতে, মন্ডলগাতি-খোলাডাঙ্গা কাঁচা রাস্তা সংলগ্ন আব্দুল মালেকের ধানী জমির চারা খেঁজুর গাছের নিচে ঝোপের মধ্য হতে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রুপন আরও জানান, কালা জনির বিরুদ্ধে ইতোপূর্বে মাদকও চাঁদাবাজিসহ ১০টি মামলা বিচারাধীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত