আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৭

যশোরের সড়ক দুর্ঘটনায় দু’নারীর মৃত্যু

যশোরের সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত পরিচয়ের দু’ নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরের মোহাম্মাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে ৫০ ও ৬০ বছর বয়সী দু’নারী ইজিবাইকযোগে ছুটিপুর থেকে ঝিকরগাছায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোহাম্মাদপুরে ট্রাকের সাথে ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা অজ্ঞাত পরিচয়ের ওই দু’ নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে আহতাবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ওই দু’নারীর মৃত্যু হয়। রাত ১০ টার পর এ সংবাদ লেখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত