আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৪০

যশোরের ৩৫ টি স্থানে পুলিশি চেকপোস্ট – অবাধে যাতায়াত আর নয়।

স্টাফ রিপোর্টার : যশোর শহর, শহরতলী এবং জেলার প্রবেশমুখগুলোতে প্রায় ৩৫টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

করোনা পরিস্থিতির কারণে যশোর শহর ও জেলায় যাতে বাইরে থেকে কেউ আসতে না পারে, সেই জন্য এই পদক্ষেপ। নিষেধাজ্ঞা অমান্য করায় ইতিমধ্যে প্রায় ১০০টি মামলা দেওয়া হয়েছে।

জনসাধারণকে অবাধ চলাচল থেকে বিরত রাখার জন্য যশোর শহরের চাঁচড়া, মুড়লি, মণিহার, খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ি, আরবপুর, দড়াটানা এবং যশোর-নড়াইল রোড, যশোর-খুলনা মহাসড়ক, যশোর-সাতক্ষীরা মহাসড়কের প্রায় ৩৫টি স্থানে চেকপোস্টগুলো বসেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ এসব চেকপোস্ট তদারকি করছেন। মঙ্গলবার তিনি দড়াটানায় পুলিশের কার্যক্রম তদারকি করেন।
তিনি জানান, যশোর শহর, শহরতলী ও জেলার সীমান্তবর্তী স্থানে চেকপোস্ট বসিয়ে অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করায় ইতিমধ্যে প্রায় ১০০টি মামলা দেওয়া হয়েছে যানবাহনের চালকদের নামে।

তিনি বলেন, খুব প্রয়োজন না হলে বাইরে বের না হয়ে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে মানুষকে।

আরো সংবাদ