আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:৫২

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নওগাঁ সদর মডেল থানায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। বুধবার(২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় দুরলহাটি ইউনিয়নের ডাঙ্গাপাড়া মোড়স্থ জনৈক হাফিজুলের পুকুর পাড়ে বট গাছের নিচ থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নওগাঁ সদর থানার শিকারপুর ইউনিয়নের শৈলকোপা পশ্চিম পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সাইফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

নওগাঁ সদর মডেল থানার ওসির নির্দেশে বিশেষ গোপন সূত্রে তার অবস্থান সনাক্তের পর নওগাঁ সদর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এসআই(নি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে সদরের দুরলহাটি ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

থানা সূত্রে জানা যায় , পুঠিয়া থানার মামলা নং ০৭ তাং ০৮/০২/২০১৩ ইং, জিআর- ৩১/১৩, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিলের ১(খ) আইনে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে এক মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি সাইফুল কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬(ছয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

থানা সূত্রে জানা যায়, উক্ত আসামীর বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী সাইফুল ইসলামকে তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত