আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৮

যুক্তরাষ্ট্রে ড্রোনে পণ্য ডেলিভারি করার অনুমতি পেল অ্যামাজন

বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট যুক্তরাষ্ট্রে তাদের পণ্য ডেলিভারি করতে এখন থেকে ড্রোন ব্যবহার করতে পারবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন (এফএএ) অ্যামাজনকে সোমবার এই অনুমতি দিয়েছে।

দেশটিতে ড্রোনে করে পণ্য ডেলিভারি করতে দীর্ঘদিন থেকেই অনুমতির জন্য আবেদন করে আসছিল অ্যামাজন। নানা জটিলতায় সেটি এতোদিন অনুমতি পায়নি।

এফএএ বলছে, একটা কঠোর নিয়মের মধ্যে দিয়েই অ্যামাজনকে পণ্য ডেলিভারি করতে হবে। এসব ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত করতে হবে কোম্পানিকে।

অনুমতির সনদটি এসেছে এফএএ রেগুলেশনের ১৩৫ ধারায়। তাতে বলা হয়েছে, ছোট আকারের ড্রোন ব্যবহার করে গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি দেয়া যাবে। তবে সেজন্য ড্রোনটি দৃষ্টিসীমার মধ্যে দিয়েই চলাচল করাতে হবে।

অ্যামাজন বলছে, তারা অনুমতি পাবার পর এখন চেষ্টা করছে এর কার্যকর পরীক্ষা চালাতে। সেজন্য প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে পণ্য পৌঁছাতে পরীক্ষামূলক ডেলিভারি শুরু করবে।

বলা হচ্ছে, এই অনুমোদন পাবার পর অ্যামাজনের ডেলিভারি সিস্টেম আরও উন্নত হবে। শুধু দ্রুত ডেলিভারি দিতে অ্যামাজন গত কয়েক বছর থেকে এই লজিস্টিকস সাপোর্টে কাড়ি কাড়ি টাকা ঢালছেন।

আরো সংবাদ