আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৫৩

যুবলীগকর্মী কে কুপিয়ে হত্যা।

বিশেষ প্রতিনিধি : পুলিশ জানায়, ওই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সভা চলছিল। সেখানে মহিউদ্দীনের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের একটি পক্ষের কথাকাটাকাটির পরে হাতাহাতি হয়।

হালিশহরে যুবলীগকর্মী মহিউদ্দীন মাহীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে সল্টগোলা ক্রসিং এলাকার মেহের আফজাল স্কুলের সামনে, এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর স্কুলের সামনেই মহিউদ্দীনকে এলোপাথারি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মহিউদ্দিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ