আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৮

যুবলীগের সহযোগিতায় ফ্রি টিকা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলেন বসুন্দিয়ার রাসেল চেয়ারম্যান

মহিউদ্দিন সানি, যশোর।। যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের সহযোগিতায় করোনা টিকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছেন ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

বসুন্দিয়া মোড়স্থ চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টিকা রেজিস্ট্রেশনের আবেদন করতে পারছেন সাধারণ মানুষ। আবেদন করতে জাতীয় পরিচয়পত্রের নম্বর ও একটি মোবাইল নম্বর দিলেই চেয়ারম্যান রাসেলের অর্থায়নে টিকা কার্ড পেয়ে যাচ্ছেন তারা।

এর আগে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রিয়াজুল ইসলাম খান রাসেল। তিনি জানান, সারা বাংলার শেষ আশ্রয়স্থল বিশ্ব মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলের জন্য বিনামূল্যে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে কাজটি সহজ ভাবে সম্পন্ন করতে চাই। বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগ এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলছে।

তিনি বলেন, বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মহসিন হোসেন, মোঃ জুয়েল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হাসিব আহমেদ ইমন, সাগর হোসেন, মোঃ ইমরান হোসেন সহ কয়েকজন স্বেচ্ছাসেবক এ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে নিবন্ধন সেবা দেওয়া হবে। এবং ইউনিয়নের শতভাগ মানুষকে এই টিকার আওতায় আনা পযর্ন্ত আমাদের এই কর্মসূচি অব্যহত থাকবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত