আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৬

রাজবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক। তার নাম-পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন গোয়ালন্দ উপজেলা কেউটিল গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে ওসমান মন্ডল (২৫)। আহত আরেকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ঘাটে অটোরিকশায় যাচ্ছিলেন ওসমান ও আরেকজন। বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকটি অটোরিকশাকে টেনে প্রায় ১০০ ফুট দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। আহত দুই যাত্রীকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কলমপ্লেক্স  হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওসমান মন্ডলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জিল্লুর রহমান জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত