আজ - সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৫৩

রাজমিস্ত্রি মালিকের বঊ নিয়ে পালালো,মালিক পালালো রাজমিস্ত্রির বউ কে নিয়ে।

রাজমিস্ত্রি মালিকের বঊ নিয়ে পালালো,মালিক পালালো রাজমিস্ত্রির বউ কে নিয়ে।

পাইকগাছায় রাজমিস্ত্রীর কাজ করার সুযোগে মালিকের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বউ নিয়ে রাজমিস্ত্রী পালিয়েছে। ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর স্ত্রীকে মালিক বিয়ে করার এ মুখরোচক ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নে।

জানা গেছে, রাজমিস্ত্রীর কাজ করতে এসে পরিচয় ঘটে ঘরের মালিক কামালের স্ত্রীর সাথে মোস্তফা দফাদারের। ৮ দিনের পরিচয় ৪ দিনের পরকীয়া ও ৫ দিন পর পালিয়ে বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুর গ্রামে ঘরজামাই থাকেন।

আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যায় মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রী মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে ১৫ আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি জানার পর কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় মোস্তফার স্ত্রীর পরিবারের যোগাযোগ করা হয় এবং মোস্তফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়ার জন্য আলোচনা হয়। একপর্যায়ে আলোচনায় একমত হলে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সাথে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর। সম্প্রতি মুখরোচক ঘটনাটি জানাজানি হলে উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

আরো সংবাদ