আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৩

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ নিহত -২

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর এলাকায় জমির বিরোধে পাল্টাপাল্টি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে । এই ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন ঐ এলাকায় শফিকুল ও জয়নাল হোসেন। পাল্টাপাল্টি মারামারিকে কেন্দ্র করে আহত হয়েছেন ১৫ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে নেয়া হয়।

রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, আজ বুধবার (৩০ই জুন) দুপুরে দাশপুকুর বইবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়। আহতদের রামেক হাসপাতালে ভর্তি দেওয়া হচ্ছে । এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনকে আইসিইউতে নেয়া হয়েছে। আহদের বেশীর ভাগ মানুষ প্রায় মাথায় আঘাত পেয়েছে ।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যারা এই মারামারিতে জড়িত যাদের কারণে মূলত এই পরিবেশ সৃষ্টি হয়েছে সবাইকে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত