আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৫

রাজশাহীতে নতুন বছর উদযাপন: মদপানে ০৫ তরুণের মৃত্যু

রাজশাহীতে নতুন বছর উদযাপন উপলক্ষ্যে মদপানে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার রাত সোয়া ৮টা পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ছাড়াও হেঁতেম খা এলাকার হাবিবের ছেলে কলপ (২২) নামে একজনের অবস্থা সংকটাপন্ন।

মৃতরা হলেন—নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫), নগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫) ও হেঁতেম খা এলাকার লুত্ফর রহমানের ছেলে তুহিন (২৬) ও নগরীর কাদিরগঞ্জ এলাকার সেলিম আহম্মেদের ছেলে মুন আহম্মেদ (২২)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ‘সাত জন তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সম্ভবত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে বা নতুন বছরের অনুষ্ঠানে তারা মদ খেয়েছিল। এটা তারা পরিবারের কাছে গোপন রাখে। পেট ব্যথা ও অন্যান্য সমস্যার কথা বলে হাসপাতালে ভর্তি হয়। পরে মদ খাওয়ার কথা জানায়।’

মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান বাদশা জানান, ‘মদের মধ্যে বেশি পরিমাণ রেকটি-ফাইট স্পিরিট থাকায় বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।’

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কফিল উদ্দিন জানান, চারজনের ময়নাতদন্ত করা হয়েছে। চারজনের শরীরেই বিষক্রিয়ার আলামত পাওয়া গেছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, কয়েকজন হাসপাতালে ভর্তির পর চিকিত্সক জানান তারা মদপানে মারা যান।

আরো সংবাদ