আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৪৭

রাজু দা’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।

যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাংসদ, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আলী রেজা রাজুর তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ।

২০১৫ সালের এই দিনে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিঁনি।

আলী রেজা রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা সহ দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। একই সাথে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আলী রেজা রাজু বিএনপির যশোর জেলা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। যোগদানের মাত্র দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন পেয়ে যশোর সদর আসনে প্রার্থী হন। ওই নির্বাচনে তিনি তার ঘনিষ্ঠ দুই বাল্যবন্ধু বিএনপির তরিকুল ইসলাম এবং জাতীয় পার্টির খালেদুর রহমান টিটোকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য ছাড়াও আলী রেজা রাজু সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং যশোর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবক ছিলেন। তাছাড়া ‘প্রভাতফেরী’ নামে একটি দৈনিক পত্রিকার সম্পাদকম-লীর সভাপতি ছিলেন। ওই পত্রিকাটির প্রকাশক ছিলেন তার স্ত্রী ফিরোজা রেজা।

খানজাহান আলী 24/7 নিউজ / মুনতাসির মামুন।

আরো সংবাদ