আজ - মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:৫৯

রাতের আঁধারে গরীবের রশদ হাতে অভুক্তের দ্বারে দ্বারে চেয়ারম্যান রাসেল।

স্টাফ রিপোর্টার।।    যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ইউনিয়নটির ৭ নং ওয়ার্ড জঙ্গলবাদাল ঘোপের ডাঙ্গা এলাকায় হতদরিদ্রদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।

আজ শুক্রবার রাতে ঘোপের ডাঙ্গায় ১০০ টি নিম্নমধ্যবিত্ত ও দিনমজুর পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ও ৫০০ গ্রাম করে ডাল বিতরণ করেছেন চেয়ারম্যান রাসেল।

এসময় ইউপি সদস্য আব্দুস সাত্তার ও ওয়ার্ড ওয়ামী লীগের সভাপতি আফছার বিশ্বাস  সাধারন সম্পাদক লিটন, ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশব্যাপী কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে ইউনিয়নের গ্রামগুলোতে ঘুরে ঘুরে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত