ঝিনাইদহ বাসীর জন্য,কখনও ট্রাফিক,কখনও পরিচ্ছন্ন কর্মী, কখনও ত্রানকর্তা, কখনও রিক্সাচালক, কখনও শাসক সহ নানা ধরনের কাজে প্রায়ই দেখা যায়। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু যখন রাস্তায়, তখন সকলেই নিজ গৃহে ঘুমায়,মেয়র সারাদিন ব্যস্ত থাকেন সাধারন মানুষের সুবিধা অসুবিধা নিয়ে, সকলের ভালো মন্দ কাজের কথা শুনে সমাধান করেন।আবার রাতের আধারেও থেমে থাকেন না,এমন প্রমান মিলেছে বৃষ্টির পানি জমাট বাধায়! রাতের আধারে জনগনের সেবাই কাজ করছে,যাতে করে দিনের বেলাই মানুষের চলাচলে সমস্যা না হয়। ছাতা মাথায় দিয়ে মেয়রের এমন কাজ দেখে পথ যাত্রী থমকে যায়,মেয়র নিজে রাস্তায় নেমে জনগনের স্বার্থে কাজ করছে। বিষয়টি নিয়ে পৌর মেয়র সাথে কথা বললে তিনি জানান,বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা দেশের মানুষের কথা ভেবে দিন রাত পরিশ্রম করেন,আমরা তো সামান্য একজন মানুষ দলের কর্মী হিসেবে দায়িত্ব রয়েছে,সেই দায়িত্ব আমাদের অব্যশ্যই পালন করতে হবে। হয়তোবা নেত্রীর মত পারবো না,কিন্তু একটু হলেও তো সহযোগীতা করতে পারবো।