আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:২৩

রামনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী লাইফের পক্ষে নির্বাচনী সভা ও উঠন বৈঠক অব্যহত

স্টাফ রিপোর্টার ।। আমি এ ইউনিয়নের মানুষকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আপনারা এই ইউনিয়নের মানুষ আমার জন্য আমানত। আমি সবসময় এই আমানতের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি। একই সাথে আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিকে ইবাদত হিসেবে আমল করি। আগামী আসন্ন রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামীলীগের দলীয় প্রতিকে মনোনয়ন প্রার্থী। আমি দলের মনোনয়ন পেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দিতা করব।

এসব কথা বলেছেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান লাইফ।

তিনি আরও বলেছেন, রামনগর ইউনিয়নের সকল মানুষ আমার পরিবারের সদস্যের মত। আমি রামনগর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

বর্তমান সরকারের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে মাহমুদ হাসান লাইফ বলেন, বাংলাদেশে সবথেকে বেশি উন্নয়ন হয় আওয়ামীলীগ সরকারের আমলে। সরকার ইউনিয়ন পর্যায়ের মানুষদেরকে ভালো রাখতে যত ভাতা এবং সরকারি সেবা চালু করেছে তার সঠিক বন্টন করতে পারলেই দল মত নির্বিশেষে সবাই আওয়ামীলীগকে ভালোবাসতে শুরু করবে। আমি চেয়ারম্যান পদে মনোনিত হয়ে সরকারের সকল সেবা জনগনের দোর গোড়ায় পৌছে  দেওয়ার সুযোগ চাই। আমি রামনগর ইউনিয়নের সকল তৃণমূল কর্মী সমর্থক, নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া এবং সমর্থন চাই।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান লাইফ’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা ও উঠন বৈঠক অব্যহত রয়েছে। বিভিন্ন গ্রাম,পাড়া,মহল্লার কর্মী- সমর্থকদের অংশগ্রহনে নির্বাচনী মতবিনিময় সভা ও উঠন বৈঠকের আয়োজন করছেন তিনি।

এর আগে গত ০৮ অক্টোবর সিরাজ সিংগা গ্রামের তরফদার পাড়ায়, ০৯ অক্টোবর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বলাডাঙ্গার গুচ্ছ গ্রামে এবং গতকাল ১০ অক্টোবর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডহর সিঙ্গা গ্রামে ওইসব গ্রামের বিশিষ্টজন, সামাজিক ব্যাক্তিবর্গ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে বক্তব্য রাখছেন মাহমুদ হাসান লাইফ।

এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্যে বক্তরা বলেছেন, মাহমুদ হাসান লাইফ চেয়ারম্যান না হয়েও সবসময় মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেন। আমরা এরকম একজন ত্যাগী, পরিশ্রমি এবং দল প্রেমিক মানুষকেই নৌকার পক্ষে প্রার্থী হিসেবে দেখতে চাই।

আরো সংবাদ