আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৪২

রামনগরে লাইফের জীবাণুনাশক স্প্রে – অব্যাহত সচেতনতামূলক প্রচারণা

মুনতাসির মামুন।। করোনা ভাইরাস প্রতিরোধে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মুড়লিতে জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

যশোর জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ হাসান লাইফ আজ রবিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু করেন। লাইফ ও এলাকার একদল সেচ্ছাসেবী নিয়ে

আজ সারা বেলা মুড়লী খা পাড়া, মুড়লীর মোড়, মুড়লী মহসীন স্কুল পাড়া’র সমস্ত রাস্তা ড্রেন নালা নর্দমা বাসগৃহের আশপাশে বিপুল পরিমাণ জীবাণুনাশ স্প্রে করা হয়েছে।

এ প্রসঙ্গে লাইফ, বলেন আজ থেকে শুরু করে গোটা ইউনিয়নব্যাপী বিরামহীন ভাবে চলবে এ কর্মযজ্ঞ। একেক দিন একটি এলাকা করে সমগ্র রামনগর ইউনিয়নে জীবাণুনাশক ছিঁটানো হবে।

উল্লেখ্য মাহমুদ হাসান লাইফ যশোর সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য এবং রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের আসন্ন সস্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী।

আরো সংবাদ