আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৫

রামনগরে লাইফের মানবিক উদ্যোগে সকল ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

“ফিরিয়ে দেবার আগে, একবার ভিক্ষুকের চোখ দেখবে না? একবার সত্যি সত্যি জানবে না, ভিক্ষার আড়ালে ভিক্ষুক আসলে কি চায়?”

মহিউদ্দিন সানি ।। “লাইফির জন্নি ৪/৫ দিন খাতি পারবানি। একন লোকের বাড়ি যাতি পারিনে। বাড়ি চাল নেই। কেউ আমাগেরে কিচু দেয়নি। লাইফ দেয়। আগের বারেও করোনা হলি ঐতি চাল দিল। এবারেও দেছে। ও আমাগের মেলা কিচু দেচে বাপু। কম্বল দেছে। টায়া দেছে। ওর কাছে চালি কেউ ফেরে না। আল্লা ওরে বাঁচায় রায়ুক”

রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহামুদ হাসান লাইফের উদ্যোগে ইউনিয়নের সকল ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে খাবার পেয়ে এসব কথা বলেছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের একজন। নাম শাহিদা বেগম (৮৭)। স্বামী মারা যাওয়ার পর নিশন্তান এই বৃদ্ধা বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তির পথ।

আজ ৬ জুলাই বিকেলে রামনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুর ইসলাম।

তিনি বলেছেন, বিশ্ব মানবতার মা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এই মহামারীর মধ্যে সকল বৃত্তবানদের উচিৎ না খেতে পাওয়া মানুষের পাশে দাড়ানো। যারা ভিক্ষাবৃত্তি করেন তাদেরকে প্রতিটি বাড়ির আঙিনায় যেতে হয়। এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থাকে। এসব মানুষের মাঝে যথাসামান্য খাদ্যসামগ্রী পৌছে দিতে পারলে রাষ্ট্র ঘোষিত লকডাউন কার্যকর হবে। তাছাড়া ইউনিয়নের সকল চায়ের দোকানদারদেরকেও ত্রাণ সহায়তার আওত্তায়ে এনে মানুষকে ঘরমুখো করতে পারলে এ মহামারী থেকে বেঁচে থাকা সম্ভব।

বক্তব্যে তিনি বলেন, কাউকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার দরকার নেই। যদি কারো বাসায় খাবার সংকট হয় আমরা খবর পেলে নিজেরাই খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

যশোর জেলা তরুণলীগের যুগ্ম-সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহামুদ হাসান লাইফ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। এই দুর্যোগের সময় অনাহারে অর্ধাহারে থাকা লোকজনদের কিছুটা সহায়তা দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব বলে মনেকরি। মানুষ মানুষের জন্যে। এ জন্য ব্যক্তিগত অর্থায়নে যথা সামান্য খাদ্যসামগ্রী বিতরণ করছি। যাতে কয়েকদিন দু’বেলা ঠিকমতো খেতে পারে। পরবর্তীতেও এই সহায়তা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

এসময় তিনি ব্যক্তিগত উদ্যোগে ভ্যান পাঠিয়ে এসব ভিক্ষুকদেরকে নিয়ে আসেন এবং খাদ্যসামগ্রী বিতরণ শেষে ফের তাদেরকে নিজ নিজ বাড়িতে পৌছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আয়ুব হোসেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খন্দকার আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামারুল বিশ্বাস, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার প্রমুখ।

No description available.

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত