আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:২০

রামনগরে ১ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস উদযাপন।

যশোর সদর উপজেলার রামনগরে ১ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সুতিঘাটা নতুন বাজার ও বলাডাঙ্গা শ্রীকান্ত নগর বটতলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সবার মধ্যে গনভোজ বিতরন করা হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানান। বক্তারা বলেন, জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

রামনগরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোবিন্দ সরকার।
০১ নং ওয়ার্ডে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ।
০৬ নং ওয়ার্ডে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান লাইফ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন রবিন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খন্দকার আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম বাবু, যুবলীগ নেতা বাবু হোসেন, মৎস্যজীবী লীগ নেতা আব্বাস হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান সাগর, রাতুল, ওসামা, রায়হান, মাহাবুর প্রমুখ।

আরো সংবাদ