আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৩

রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক

রাজধানীর সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পাকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রুম্পার মরদেহের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ধর্ষণের আলামত মেলেনি। এখন এই প্রাথমিক প্রতিবেদনই পুলিশকে দেওয়া হবে। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

গত ৪ ডিসেম্বর বুধবার রাত ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর ভবনের সামনে থেকে রুম্পার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। থানায় হত্যা মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশের পরিচয় পাওয়া যায়।

রুম্পা হত্যা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দক্ষিণ বিভাগ তদন্ত করছে। সন্দেহভাজন হিসেবে শনিবার রুম্পার বন্ধু আব্দুর রহমান সৈকতকে আটক করার পর রোববার তাকে রুম্পা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওইদিন তাকে সাতদিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো সংবাদ