আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:২১

রূপদিয়ায় মানবপাচার, নিরাপদ অভিবাসন ও কোভিড-১৯ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

রূপদিয়া (যশোর) প্রতিনিধি ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির আয়োজনে ও রাইটস যশোরের সহযোগিতায় (৬ জানুয়ারী ২০২১ ইং) বুধবার সকাল ১০ টায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীর মাঠে মানবপাচার, নিরাপদ অভিবাসন ও কোভিড-১৯ প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ৫’শতাধিক কিশোরী ও মহিলাদের মাঝে হ্যান্ড স্যানেটারইজার, টুথপেস্ট, টুথব্রশ, সাবান, ন্যাপকিন ও আকর্ষনিয় ব্যাগ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো: নাজমুচ্ছায়াদাত ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোদাচ্ছের আলীর সভাপতিত্বে মানবপাচার, নিরাপদ অভিবাসন ও কোভিড-১৯ প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধা মো: বাবর আলী, রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীর সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, সহকারী প্রধান শিক্ষক মো: শহিদুল্লাহ (ওয়েল ফেয়ার একাডেমী), মৃণাল কান্তি চৌধুরী (বালিকা বিদ্যালয়), সহকারী শিক্ষক আজমুল হুদা, হাসানুর রহমান শাকিল, জামাল হোসেন, মারুফুজ্জামান, নয়ন, ১নং ওয়ার্ডের মেম্বার সুজিত বিশ্বাস, ২নং ওয়ার্ডের মেম্বার বাবুল আক্তার বাবু, ৫নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম খান, ৬নং ওয়ার্ডের মেম্বার শওকত আলী, ৭নং ওয়ার্ডের মেম্বার আজিম বিশ্বাস, ৮নং ওয়ার্ডে মেম্বার ফসিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার হযরত আলী, ১,২,৩ সংরক্ষিত মহিলা মেম্বার আলেয়া খাতুন, ৪,৫,৬ রানু বেগম টুনি, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সালেহা খাতুন, ইউপি সচিব সিদ্দিক আলী, ইউনিয়ন তথ্য-সেবা কেন্দ্র’র উদ্যোক্তা ফজলুর রহমান সহ আগত অতিথি বৃন্দ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আলমগীর কবির।

আরো সংবাদ