আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩২

রূপদিয়া মেডিজোন ডায়াগনস্টিক সেন্টারের পথচলার ১ বছর পূর্ণ হলো।

রূপদিয়া (যশোর) থেকেঃ জৌলুসপূর্ণ জীবনের হাতছানি উপেক্ষা করে খেটে খাওয়া দিন মজুর গরিব, দুঃখি মানুষের সেবা করে চলেছে রূপদিয়ার সন্তান ডাক্তার তৌসিফ হাসান ইমরান। গত এক বছর ধরে নিভৃতে এধরনে প্রসংশনীয় কর্মকান্ড চালিয়ে আসলেও সম্প্রতি গরিবের ডাক্তার হিসাবে বেশ পরিচিতি পেয়েছে রূপদিয়ার পল্লী চিকিৎসক আবেদুর রহমানের ছেলে ইমরান পুরো নাম তৌসিফ হাসান ইমরান ২০১৭ সালে মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। নিজ অঞ্চলের সাধারণ মানুষের কথা চিন্তা করে যশোর সদর উপজেলার রূপদিয়ায় নিজের প্রতিষ্ঠিত মেডি জোন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে স্বল্প ও বিনামূল্যে রোগীসেবা প্রদান করে আসছে। সে যশোর শিশু হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে ২০১৯ সালে যোগদান করেন। ডাক্তার তৌসিফ হাসান বলেন এটা মুলতঃ আমার পিতা আবেদুর রহমানের স্বপ্ন। আমাদের এলাকায় অনেক এমবিবিএস পাশ করা ডাক্তার রয়েছে কিন্তু তারা কখনো’ই এ অঞ্চলের গরীব-দুঃখী মানুষ কে নিয়ে ভাবেনা বা তাদের জন্য কিছু করারও মন-মানুষিকতা পোষণ করে এগিয়ে আসেনি। আমার বাবার লালিত স্বপ্ন আমরা দু’ভাইবোন যেন সকল ধরনের প্রলোভনের উর্দ্ধে থেকে এলাকার খেটে খাওয়া মানুষের জন্য নিজেদের’কে মানবসেবায় আত্মনিয়োগ করি। সেই মানুষিকতা থেকে মূলত মানুষের পাশে দাড়ানো। আমার ছোট বোনও এবার আদ্ব-দ্বিন সখিনা মেডিকেল কলেজ থেকে বের হয়ে আমার মত সেও এলাকার মানুষের সেবা করে নিজেকে আত্মনিয়োগ করতে চাই। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী বলেন রূপদিয়া অঞ্চলে অনেক ডাক্তার রয়েছে তারা সবায় এলাকার বাইরে চলেগেছে। কিন্তু ইমরানের মত মানুষিকতার ডাক্তার রূপদিয়ার ইতিহাসে প্রথম। আমরা তার এই মহানুভবতা’কে স্বাধুবাদ জানায়।

আরো সংবাদ