আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:৩৬

রূপসায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

খুলনার রূপসায় ইজিবাইকের ধাক্কায় হুমাইয়া মাবিয়া (১০) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালক মোঃ জান্নাত হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমাইয়া মাবিয়া স্থানীয় দুর্জনীমহলের মুরাদ পেয়াদার মেয়ে ও দুর্জনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে শিক্ষার্থী হুমাইয়া মাবিয়াকে কালিয়া থেকে সেনেরবাজারগামী ইজিবাইক সজোরে ধাক্কা দেয়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত